আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যাবহারের অনুমতি পেল ভারত। যখন দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে, তখন বুঝে নেবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি — শের-ই বাংলা এ কে ফজলুল হক শের-ই বাংলা এ কে ফজলুল হক বেচে থাকলে হয়তো তাকেও আবরার এর মত ক্যাম্পাসেই ধামাচাপা দেওয়া হতো। আমরা গর্বের সাথে বলি আমি বাঙালি, আমরা কি বাঙালি! যে জাতি চামচামো করতে গিয়ে নিজের মা বোনের ধর্ষককে বলে আমার নেতার চরিত্র ফুলের মত পবিত্র, সে আর যাইহোক না কেন মানুষ না। নিজের দেশকে ভালোবেসে, নিজের মা কে ভালোবেসে যারা জীবন দিলো! তারা কি শুধুমাএ চেতনার নাম? তারা কি শুধু শাহবাগের লাল টিপের নাম? তারা কি শুধু মৌলবাদীদের ঠাই নাই এই স্লোগানের নাম? দেশটাকে যারা জাহান্নাম বানায় ফেললো তারা আবার সুশীল! এদেশে শুধু চেতনা বিক্রি হয় আর সেই চেতনার বলি হয় আবরারে মত হাজারো দেশপ্রেমিক। দুই একজনের কথা সামনে আসলেও বাকিরা গোপনেই নিভে যায়,অনেকেই আবার সয়ে যায়। ভাবছেন কি? ভাবতে থাকেন। নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার|| বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার



#ourland #দেশ Shakib Al Hasan #দেশপ্রেম #বাংলাদেশ #বাংলা