হানাফিদের মসজিদ আছে, আহলে হাদিসের মসজিদ আছে.
কিন্তু আমাদের মত মধ্যমপন্থা অবলম্বন কারী দ্বীনি ছাএদের জন্য শুধু অবহেলা।
একটা কথা ভেবে খারাপ লাগে মসজিদে তো সুদখোর,চোর,জ্বীনাকারী,জালিম,নেশাখোর এদের মসজিদে জায়গা হয় আমাদের মত দ্বীনি ছাএদের জায়গা হয়না। আফসোস
মসজিদ এখন অনেকের বাপদাদার সম্পত্তি হয়ে গেছে।
ফরজ নামাজ শেষ করে সুন্নাহ পড়ার ওয়ে নাই, দেখা যায় ইমাম বা মুয়াজ্জিন সাহেব দরজায় তালা লাগানোর জন্য রেডি হয়ে আছে। মসজিদে শান্তিমত নামাজ ও পড়া যায়না, কারন তারা ওয়েট করতে থাকে তালা ঝুলানোর জন্য।
মসজিদে এমন সুন্দর্যবর্ধন করে কি লাভ? যদি মুসল্লীরা শান্তিমত সালাত আদায় না করতে পারে!
আসুন আমরা ইসলামের সঠিক ধারনা অর্জন করি। সব ভেদাভেদ ভুলে গিয়ে সকল মুসলিম এক কাতারে আসি। ইসলামের শত্রুদের রুখে দিতে পারি
0 মন্তব্যসমূহ